রাজগঞ্জের পারখাজুরায় জাতীয় শোক দিবস পালিত

0
283

স্টাফ রিপোর্টার:- মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা বাজারে যথাযথ মর্যদার সাথে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে ৬ নম্বর ওয়ার্ড আ,লীগের সভাপতি সুবোধ বাবুর সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব‍্য প্রদান করেন আওয়ামীলীগের অন‍্যতম নেতা বিশিষ্ঠ শিল্পপতি শাহরিয়ার খান কাবিল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব‍্য রাখেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা আঞ্চলিক সমন্বয়কারী এবং মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি ইয়ামিন হোসেন। অন‍্যন‍্যদের মধ‍্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম, পারখাজুরা বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন আ,লীগের প্রবীন নেতা আব্দুল গণি ওরফে গণি বিডিআর, ৫ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি ও মেম্বর প্রার্থী মিজানুর রহমান, ইউনিয়ন আ’লীগ নেতা মাস্টার আব্দুস সাত্তার, লাভলু সানা, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, খোকন সানা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাব্দে দোয়া মোনাজাত করে কাঙ্গালীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here