কেশবপুরে ঘের মালিকের বিরুদ্ধে সাবেক চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

0
335

কেশবপুর ব্যুরো : কেশবপুরে এক ঘের মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অপর ঘের মালিক এসএম মুনজুর রহমান। মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেসকাবে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২৭ বিলের অন্তর্গত নারায়নপুর-কালিচরনপুর বিলে প্রায় ৩‘শ বিঘা জমির চারপাশ দিয়ে বেঁড়িবাধ নির্মাণ করেই মাছের ঘের করছেন। কিন্তু প্রতিপক্ষ আব্দুল ওহাবের পার্শ্ববর্তী ঘেরের কোন বেঁড়িবাধ নেই। যে কারণে আব্দুল ওহাব কৌশলে মুনজুর রহমানের ঘেরের বাধ নষ্ট করে মাছ বের করে নেয়ার ষড়যন্ত্র করে আসছে। বর্তমান আব্দুল ওহাব ও কালিচরণপুর গ্রামের সুভাস মন্ডল স্থানীয় চেয়ারম্যান আব্দুস সামাদের মদদে আমাকে ওই বিল থেকে বিতাড়িত করতে নানাভাবে ষড়যন্ত্র করেছে। এরই সূত্র ধরে আব্দুল ওহাব পরিকল্পিতভাবে তার ঘেরের বেঁড়িবাধের গোড়া কেটে লাখ লাখ টাকার মাছ বের করে নেয়াসহ তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে একের পর এক মিথ্যা মামলা, হামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছেন। তিনি বলেন, গত বছর স্থানীয়ভাবে সালিশে আব্দুল ওহাবের পৃথকভাবে ঘেরের বেঁড়িবাধ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হলেও তিনি এ সিদ্ধান্ত অমান্য করে মুনজুর রহমানের বেঁড়ি ব্যবহার করে মাছ চাষ করার নামে তাকে উচ্ছেদের চক্রান্তে লিপ্ত রয়েছেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিরসনে প্রশাসনের ঊধ্বর্তন কর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন, আজারুল ইসলাম, শাহাদাত হোসেন, মেম্বার আবুল কালাম পাটোয়ারী, মতিয়ার রহমান প্রমুখ।
এ ব্যাপারে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, আব্দুর ওহাব একজন নিরীহ লোক। মুনজুর মানুষের ঘের দখল করে নিয়েছে। সে সাংবাদিক সম্মেলনে যেসব অভিযোগ এনেছেন তা সঠিক নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here