স্টাফ রিপোর্টার : যশোর জেলা আওয়ামীলীগের প্রয়াত দুই সভাপতি বর্ষিয়ান রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট রওশন আলী ও এ্যাডভোকেট খান টিপু সুলতান স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রেস কাব যশোর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান মিঠু । প্রয়াত দুই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আলী রায়হান, এ্যাডভোকেট জহুর আহম্মেদ, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম, মীর জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশীদ, এ্যাডভোকেট আবু সেলিম রানা, সুখেন মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মিলন প্রমুখ। সভাটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইনামুল কবির।
Ÿক্তারা প্রয়াত দুই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে বলেন, রাজনীতিতে এ্যাডভোকেট রওশন আলী একটি আদর্শের নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন দিন কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। ঘুষ দূর্নীতি কি তা এসব নেতারা জানতেন না। বঙ্গবন্ধুর একজন রাজনৈতিক সহকর্মী হিসেবে আমৃত্যু চেষ্টা করেছেন আওয়ামীলীগের পাতাকাকে সবার উপরে তুলে ধরার। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাডভোকেট রওশন আলী আজীবন সাধামাঠা জীবন যাপন করেছেন। অথচ তিনি ইচ্ছা করলে যশোরের বিশাল বিত্ত বৈভবের মালিক হতে পারতেন। কিন্তু নীতির প্রশ্নে অটল এই রাজনীতিক কখনো কোন অন্যায়ের সাথে আপোষ করেননি।
যশোরের রাজনৈতিক অঙ্গনের আরেক দিকপাল সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট খান টিপু সুলতান মা, মাটি ও মানুষের রাজনীতি করে গেছেন। একজন সংসদ সদস্য হয়েও তিনি অতি সাধারণ ভাবে চলাফেরা করতেন। গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়াতেন। সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হয়ে তাদের সাথে একাকার হয়ে যেতেন । তার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের সাখে অতি আপনজন হিসেবে মিশতেন। তাদের উন্নয়নে সর্বাতœক চেষ্টা করেছেন। জাতির জনকের রাজনৈতিক আদর্শের সাথে কখনো আপোষ করেন নি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ফিল্ডের যোদ্ধা বীর এ্যাডভোকেট খান টিপু সুলতান তার নির্বাচনী এলাকার উন্নয়নে যে ভাবে ভূমিকা পালন করেছেন তার জুড়ি মেলা ভার। তিনি যেমন নিজ দলের নেতাকর্মীদের ভালমন্দের খোঁজ খবর নিতেন তেমনি বিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথেও এসব নেতাদের ছিল সামাজিক সুসম্পর্ক। রাজনৈতিক ভিন্নমত পোষনকারীদেরও মতামতের গুরুত্ব দিতেন এসব নেতারা। যা আজকের রাজনীতিতে বিরল। বক্তার এই দুই মহান নেতার আতœার শান্তি কামনা করে তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য নতুন প্রজšে§র রাজতৈকি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
আলোচনা শেষে প্রয়াত দুই নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Home
খুলনা বিভাগ প্রেস কাব যশোরে স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের প্রয়াত দুই সভাপতির স্মরণে...














