যশোর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
199

আবিদ হাসান: বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে , কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে গতকাল দুপুরে যশোরে লালদিঘির পাড় দলীয় কার্যালয়ে অসহায় দরিদ্র ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নাগিস বেগম,যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সাবেরুল হক সাবু, সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মোস্তাফা আমীর ফয়সাল, জেলা যুবদলের সভাপতি এম,তমাল হোসেন, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, ছাত্র দলের সভাপতি মোঃ রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী,বি এন পির নেতা শহিদুল বারী রবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন , গত 17ই আগস্ট দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ ,হামলা,মারপিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে হামলায় জড়িত সকলকেই দ্রুত বিচারের দাবি জানান তিনি। পরে বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বি এন পি বিভিন্ন নেতা কর্মীদের সুস্থতা কামনা দোয়া অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here