বাঘারপাড়া থানার স্বর্ণের লোভে গাড়ী ডাকাতির ঘটনায় আরো ২ ডাকাত কে প্রাইভেটকারসহ সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ

0
267

স্টাফ রিপোর্টার : বাঘারপাড়া থানার স্বর্ণের লোভে গাড়ী ডাকাতির ঘটনায় আরো ২ ডাকাত প্রাইভেটকারসহ সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
১২ আগস্ট বাঘারপাড়া থানাধীন সুখদেবনগর এলাকায় ১ লুন্ঠিত মাইক্রোবাসসহ ০৪ ডাকাত সদস্যকে স্থানীয় লোকজন ধৃত করে থানা পুলিশে সোপর্দ করে। এই সংক্রান্তে বাঘারপাড়া থানার মামলা নং-০৭, তাং- ১২/০৮/২০২১ খ্রিঃ, ধারা ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু হয়।
জানা যায়, গাড়ীতে স্বর্ণ আছে সংবাদ পেয়ে ডাকাতরা ঢাকা হতে পিছু নিয়ে খুলনা ডুমুরিরা থানা এলাকায় গাড়ীটি আটক করে এবং গাড়ীতে থাকা ড্রাইভার ইকবাল ও সঙ্গীয় ব্যবসায়ী আশরাফুজ্জামানদ্বয়কে হাত-পা চোখ বেঁধে বাঘারপাড়া থানাধীন সাইটখালী নামক স্থানে ফেলে দিয়ে পলায়নকালে সংবাদ পেয়ে স্থানী লোকজন ধাওয়া করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।
একপর্যায়ে সুখদেবনগর গ্রামে রাস্তার পাশে বাঁশঝাড়ে গাড়ী রেখে পলায়নকালে ৪ ডাকাতকে হাতে নাতে ধৃত করে স্থানীয় লোকজন।
ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখার উপর ন্যাস্ত করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহাংগীর আলম ( অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি)।
ওসি ডিবি জনাব রুপন কুমার সরকার, পিপিএম মামলাটি এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর উপর তদন্তের জন্য অর্পণ করেন।
এসআই মফিজুল ইসলাম, পিপিএম মামলার তদন্তভার গ্রহণ করে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক খুলনা খালিশপুর থেকে ভিকটিমের লুন্ঠিত ২ টি মোবাইল, নগদ ২০,০০০/- ও ডাকাতি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ২ টি বার্মিজ চাকু জব্দ করেন।
অভিযানের ধারাবাহিকতায় অদ্য ইং ১৮.০৮.২০২১ তারিখ রাত ০১.৩০ ঘটিকায় সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান করে (১) ওবাইদুল্লাহ (২৫), পিতামৃত- ফজর আলী, সাং মাছখোলা শিবতলা, থানা- সাতক্ষীরা সদর, ২. রঞ্জন কুমার বৈধ্য @ নব মুসলীম ইব্রাহীম (৩০), পিতা-অনাথ কুমার বৈধ্য, সাং বুরুলিয়া, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা নামের আরও ২ জন তদন্তে প্রাপ্ত ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
তাদের দখলে থাকা আরও ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়। এই ঘটনায় এ পর্যন্ত ধৃত হলো ০৬ জন।
এর মধ্যে ৪ জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। বাকী ২ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
ডাকাতদের স্বীকারোক্তি ও পারিপার্শ্বিক তদন্তে গাড়ীর অভ্যন্তরে ৬-৮ কেজি স্বর্ণ থাকার সন্দেহে আগামী ১৯/০৮/২০২১ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকির হোসেন মহোদয়ের উপস্থিতিতে গাড়ীটি খোলাজোড়া করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here