মাসুদ রানা,মোংলা : মোংলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার আছর বাদ মোংলা থানা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মোংলা ট্রেডার্স জামে মসজিদে দোয়া মিলাদের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মোংলা পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি বাবলু ভুইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোংলা ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাম ব্যাপারী, বিএনপি নেতা জিন্নাত সানা, সাবেক থানা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম,থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মিঠু,পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজালাল সাব্বির, যুবদল নেতা নাহিদুল ইসলাম নাহিদ, জিয়াউর রহমান হিরন, মজিবর রহমান মন্জু, নয়ন আকন, সুমন মল্লিক, থানা সেচ্ছাসেবক নেতা মনির হোসেন, হেলাল, মোঃ সাব্বির সহ দলীয় নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ট্রেডার্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মাহমুদুল হাসান।দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।















