দেবহাটার পারুলিয়ায় হোটেলের ভিতরে দাঁড়িয়ে ধুমপান সেবন

0
455

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়ার গরুহাট জগাইয়ের হোটেলটি নোংরা পরিবেশ দুশিত হচ্ছে। হোটেলের টেবিলে বসে দিন হোক রাত হোক প্রায় সাজে খাওয়ার সময় উপস্থিত হয়ে যে কেউ, সাগারেট সেবন করতে থাকে।এই ব্যাপারে জগাই কে সচেতন করে দেওয়া হয়েছিল। হোটেলে কেউ যেন সাগারেট সেবন না করে।এরপর গতকাল বেলা সাড়ে ১০ টার দিকে সরজমিন যেয়ে দেখা যায় এক ব্যাক্তি হোটেলের ভিতরে দাঁড়িয়ে ইচ্ছামত সিগারেট সেবন করতে। এসময় টেবিলে বসে খাদ্য খাওয়া ব্যাক্তিকে অস্বস্তি পোহাতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here