দেবহাটার পারুলিয়ায় ৬১তম পবিত্র মহররম উপলক্ষে শোক ও সমবেদনা

0
306

আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়ায় পবিত্র আশুরার ৬১ হিজরীর১০ই মহররম কারবালা প্রঙ্গনে শহীদদের সর্দার ইমাম হোসাইন(আঃ) ও তার প্রানপ্রিয় সাথীদের মহান আত্বত্যাগের ঘটনা উপলক্ষে সকলকে শোক ও সমবেদনা।আয়োজনে পারুলিয়া, দেবহাটা,আহলে বাইত (আঃ)এর ভক্তবৃন্দ। উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ পারুলিয়ার শিয়া মসজিদে ১০ই মোহার্রম মাস উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।দোয়া অনুষ্ঠানটি পবিত্র কোর আন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। আশুরা কি,এই লক্ষ্যে পবিত্র কোর আন ও হাদিসের আলোকে,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এ্যাডঃআঃরাজ্জাক,দিত্বীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা ইউনুস গাজী, তৃতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা মোস্তাক আলী,চতুর্থ বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা শফিকুল ইসলাম।মসজিদের ইমাম আবুল আকাশেম ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবলীগের লীগের সভাপতি মিজানুর রহমান (মিন্নুর)।দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন। এছাড়া স্থানীয় গন্যমান্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন আশুরা উপলক্ষে দোয়া অনুষ্ঠানে ও দোয়া শেষে তাবারক বিতরন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here