যশোরে কলেজ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

0
267

যশোর অফিস : এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ লম্পট তুহিনকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি মধ্যপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
যশোর সদরের বাসিন্দা কলেজ পড়ুয়া শিক্ষার্থী বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় লম্পট তুহিনের বিরুদ্ধে বৃহস্পতিবার ১৯ আগষ্ট রাতে মামলা করেন। মামলায় উল্লেখ করেন, তিনি যশোরের একটি কলেজের তৃতীয় বর্ষে লেখাপড়া করে। কলেজে আসা যাওয়ার পথে উক্ত আসামী অসৎ উদ্দেশ্যে উত্যক্ত করে কু-প্রস্তাব দেয়। আসামী কুপ্রস্তাবে রাজি না হলে খুন জখমের হুমকী দিয়ে ক্ষতি করার সুযোগ খুজতে থাকে। বাদি লেখাপড়ার বিষয়ে নতুনহাটে তার বান্ধবীর বাসায় যাওয়ার সময় গত ১৩ আগষ্ট সকাল ১০ টায় যশোর বেনাপোল সড়কের সদর উপজেলার পুলেরহা পল্লীবিদ্যুৎ মোড়স্থ আসামীর কম্পিউটারের দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌছালে উক্ত লম্পট তুহিন বাদির সামনে বেরিকেড দিয়ে যৌন কামনা চরিতার্থ করার লক্ষ্যে বাদির হাত ধরে টান মেরে বাদির স্পর্শ কাতরস্থানে হাত দেয় এবং বাদির পরিহিত ওড়না টান মেরে ফেলে শ্লীলতাহানী ঘটায়। বাদিকে জোর পূর্বক তুহিনের দোকানের মধ্যে টানা হেচড়া করে নেওয়ার সময় ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামী কৌশলে স্থান ত্যাগ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here