যশোরে মহররমের শোক মিছিল অনুষ্ঠিত

0
263

যশোর অফিস : করোনার কারণে যশোরে সামাজিক দূরত্ব মেনে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। দানবীর হাজী মো. মহসিন ইমামবাড়ি কার্যকরি পরিষদের সভাপতি এহতেশামুল আলম ও ইনকিলাব মেহেদি মিশন যশোর শাখার সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে শুক্রবার সকালে যশোর রেলগেট থেকে বের হয় এ তাজিয়া মিছিল। মিছিলটি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যেই শহরের মুজিব সড়ক, দড়াটানা মোড়, চৌরাস্তা, আরএন রোড হয়ে শহরতলীর মুড়লীমোড় ইমামবাড়া’য় গিয়ে শেষ হয়। মিছিলে হায় হাসান হায় হাসান বলে শোক প্রকাশ করেন শিয়া সম্প্রদায়ের এ অনুসারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here