সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের শোক- চৌগাছায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর হোসেনের মৃত্যু – রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
320

স্টাফ রিপোর্টার (চৌগাছা যশোর) \ যশোরের চৌগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জগদীশপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর হোসেন (৬৮) মৃত্যুবরণ করেছেন। রবিবার সকাল ১০ টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গণগ্রাহি রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাক্তার নাসির উদ্দিন। জানাগেছে, শনিবার রাত ১১ টার দিকে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এই অবস্থায় পরিবারের লোকজন তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি বিভাগে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সকালে মৃত্যুবরণ করেন। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ডাঃ নূর হোসেন দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। কয়েকবছর আগে তিনি হার্টের অপারেশন করে জীবনযাপন করছিলেন। ইতোপূর্বে তার দুটি সন্তান মারা যান। স্ত্রী, পুত্রবধু ও পোতা ছেলেদেন নিয়ে তিনি জগদীশপুর গ্রামে বসবাস করতেন। এদিকে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মুক্তিযোদ্ধারা সহকর্মীকে একনজর দেখার জন্য ছুটে যান গ্রামে। বিকাল ৫ টায় জগদীশপুর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হকের নেতৃত্বে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এরপর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নূর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাক্তার নাসির উদ্দিন। বিবৃতিতে তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন ছিলেন বঙ্গবন্ধুর আদর্শেও সৈনিক। সারাজীবন তিনি দেশ ও মানুষের কল্যানে কাজ করে গেছেন। তার মৃত্যু দেশ একজন সূর্য সন্তানকে হারালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here