মোঃ বুলবুল মোল্যা ভ্রাম্যমান প্রতিনিধিঃ নড়াাইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী লোহাগড়াা ফিলিং স্টেশনের মালিক আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন অবৈধ ভাবে নবগঙ্গা নদী থেকে বালু উত্তোলন করেন বলে, অভিযোগ পাওয়াা গেছে।
অভিযোগের ভিত্তেতে গতকাল মঙ্গলবার (২৪ শে আগস্ট) সরজমিনে গিয়ে তার সত্যতা পাওয়া যায়। লোহাগড়া টু মহাজন রুটের কোলা গ্রামের মেইন রোডের উপর স্প্রিড ব্রেকার তৈরি করে জন সাধারণের যানবাহন চলাচলে বিঘœ ঘটিয়ে অবৈধ বালি উত্তলন করছেন কোলা গ্রাামের আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন । এ বিষয়ে ড্রেজার মালিক লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের মৃত:মোতালেব খান এর ছেলে বাল্লক খান কে উক্ত নদী থেকে অবৈধ বালু উত্তোলন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন লোহাগড়া কোলা গ্রামের সৈয়দ আলহাজ্ব বোরহানউদ্দিন আমাদেরকে বালু উত্তোলন করার জন্য ভাড়া করে নিয়ে আসছে । ড্রেজার মালিক বাল্লক খান আরো বলেন , বোরহান সাহেব আপনি তো জানেন এই জায়গাটা সরকারি নদী, ঝামেলা হবে নাতো? উত্তরে তিনি বলেন পানি উন্নয়ন বোর্ড, প্রশাাসন, সাংবাদিক সবই আমি ম্যানেজ করবো। তোমাদের কাজ তোমরা করো। নাম প্রকাশে অনইচ্ছু অকেই বলেন বোরাহান উদ্দিন কারোর কথা শোনেনা উনি বলেন প্রশাসন, সাংবাদিক সবই আমার পকেটে আমি চেয়ারম্যান প্রার্থী আমার উপর কেউ কথা বলবেনা। অবৈধ ভাবে বালু উত্তোলন বিষয় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোসলিনা পারভিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন , এটা তো পানি উন্নয়ন বোডের দায়িত্ব। তবে যদি কোন অনুমতি না, নিয়ে থাকে তাহলে এক্ষুনি ব্যবস্থা নেয়া হবে। পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন,এটা সম্পূর্ণ অবৈধ আমি খোজ নিয়ে দেখছি যদি কেউ এটা করে থাকে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেয়া হবে।















