শালিখায় এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ

0
329

শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় ইসমাইল মোল্লা(৫৩) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গত বুধবার আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটা নিয়মিত মামলা দায়ের পূর্বক আজ বৃহস্পতিবার মাগুরা কোর্টে সপর্দ করেছে শালিখা থানা পুলিশ। আটককৃত ইসমাইল মোল্লা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের রামানন্দকাঠি গ্রামের উত্তর পাড়ার মৃত ইব্রাহিম মোল্লার ছেলে। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আতাউল এর নেতৃত্বে এসআই বুলবুল সঙ্গীয় ফোর্স নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে ২/ শো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর আগেও এ বছর জানুয়ারি মাসে আঁধা কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছিল বলে জানান শালিখা থানা পুলিশ। শালিখা থানা অফিসার ইনচার্জ হোসেন আল মাহামুব জানান, শালিখা উপজেলা কে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে যাচ্ছি যা প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here