শেখহাটির হাইকোর্ট মোড় এলাকায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা বঙ্গবন্ধু শ্রমজীবীদের অধিকার আদায়ে আজীবন সোচ্চার ছিলেন ঃ এমপি শাহীন চাকলাদার

0
333

নিজস্ব প্রতিবেদক ॥ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, বঙ্গবন্ধু গরীব শ্রমজীবী মেহনতি মানুষকে সবচেয়ে বেশি ভালবাসতেন। তিনি শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই মহান নেতা ছিলেন না, সারা বিশ্বের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের নেতা ছিলেন। তার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়। সোমবার বিকালে শেখহাটির হাইকোর্ট মোড় বিএডিসি গোডাউন মাঠে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা ও গণভোজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা শ্রমিক লীগের আয়োজনে আলোচনা ও গণভোজ বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শ্রমিক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। যশোর জেলা শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে শাহীন চাকলাদার এমপি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ন্যাক্কারজনক ও বর্বরোচিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে কলঙ্কময় অধ্যায়ের সূচিত হয়েছিল। এর মাধ্যমে ঘাতকরা সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্নকে ধূলিসাৎ করার অপচেষ্টা করেছিল। কিন্তু সফল হতে পারেনি। বঙ্গবন্ধু তার কর্মের মাধ্যম সারাজীবন বেঁচে থাকবেন। করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচারের অপকৌশল ব্যর্থ হয়েছে। তার পরেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই মিলে যে কোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেশে যাতে কোন জঙ্গিবাদ, বোমাবাজ, পেট্টোলবাজ কোথাও লুকিয়ে থাকতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সকলকে অবদান রাখতে হবে। আজকে সকলকে দৃঢ়ভাবে শপথ নিয়ে সবধরনের ষড়যন্ত্র ভেদ করে শেখ হাসিনার পাশে থাকতে হবে।
জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মাছুমের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, জেলা শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক মাছুম রানা, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বাবুল, প্রচার সম্পাদক চাঁন মিয়া, জেলা যুব শ্রমিক লীগের সভাপতি কে এম কামরুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, আনোয়ার হোসেন মুস্তাক, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, আওয়ামী লীগনেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসনে, পৌর আওয়ামী লীগনেতা এস এম ইউসুফ শাহীদ, মহিলা আওয়ামী লীগনেত্রী রেহেনা আক্তার, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি শেখ আলাউদ্দিন, সালাউদ্দিন হোসেন, মহাসিন হেসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর হোসেন, আলমগীর হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মাছুম রানা, মাছুম বিল্লাহ, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ কুটি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন, নিজাম উদ্দিন, জহির উদ্দিন লিটু, ত্রাণ বিষয়ক সম্পাদক শিমুল তরফদার, যশোর পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহজাহান কবির শিপলু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা এস এম নিয়ামত উল্লাহ, হালিম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শেখ সাদিয়া মৌরিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ, ফাহমিদ হুদা বিজয়, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনিসহ জেলা ইজিবাইক শ্রমিক লীগ, রিকসা শ্রমিক লীগ, কালেক্টরেট শ্রমিক লীগ, দোকান শ্রমিক কল্যাণ শ্রমিক লীগ, ওজোপাডিকো কর্মচারী শ্রমিক লীগ, ওয়েল্ডিং শ্রমিক লীগ, ডিএডিসি শ্রমিক লীগ, জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন, হোটেল কর্মচারী শ্রমিক লীগ, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ, ফতেপুর ইউনিয়ন শ্রমিক লীগসহ শ্রমিক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here