ভালো সাস্থ্য সেবা নিশ্চিত করতে বাসভবন থেকে কিনিক আলাদা করতে বললেন সিভিল সার্জন

0
339
smart

নড়াইল প্রতিনিধি ঃ ভালো সাস্থ্য সেবা নিশ্চিত করতে বাসভবন থেকে কিনিক, হাসপাতালের ব্যবসা প্রতিষ্ঠান আলাদা করতে বললেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার। নড়াইলে প্রাইভেট হাসপাতাল,কিনিক,ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সাথে সিভিল সার্জন মহোদয়ের মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে এসব দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন। তিনি বলেন নড়াইলে বেশিরভাগ কিনিক ও বাসা একসাথে রেখে সেবা কার্য্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেটা আপত্তিকর এবংং সেবার মান নিয়ে প্রশ্ন ওঠে। তিনি আরো বলেন বেশির ভাগ কিনিক,হাসপাতালের ব্যবসা প্রতিষ্ঠানে রুগি রেজিষ্টার,ওটি রেজিষ্টার নাই। আমি চাই এসকল প্রতিষ্ঠানে সকল প্রকার নিয়ম মেনে সেবা কার্য্যক্রম পরিচালনা করুক। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিভিল সার্জন মহোদয়ের সম্মেলন কে প্রাইভেট হাসপাতাল,কিনিক,ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন,নড়াইলের আয়োজনে মতবিনিময় সভা ও এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে পরিচিতি অনুষ্ঠিত হয়। প্রাইভেট হাসপাতাল,কিনিক,ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নড়াইলের সভাপতি বিদ্যুৎ কুমার সান্ন্যালের সভাপতিত্বে বক্তব্য দেন, নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, লোহাগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাহাবুর রহমান, এসোসিয়েশনের সাধারন সম্পাদক এস,এম সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি মোঃ তরিকুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক কাজী মোরাদ হোসেন,চেয়ারম্যান শামিম আহম্মেদ প্রমূখ। এ সময় জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, কিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here