চৌগাছায় দিন দুপুরে বাসার সামনে থেকে পালসার মটরসাইকেল চুরি

0
315

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় দিন দুপুরে নিজ বাড়ির সামনে থেকে এক গার্মেন্টস কর্মীর পালসার মটরসাইকেল চুরি হয়েছে। রবিবার দুপুর ১ টার দিকে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পৌরসভার ইছাপুর গ্রামের মৃত নূরনবির ছেলে রিপন পারভেজ রুবেল জানান, রবিবার দুপুরে অফিস থেকে খাবার থেতে বাসাতে আসি। ১ টা ১০ মিনিটের দিকে বাড়ির সামনে তার ব্যবহৃত লাল কালো রঙের পালসার মটরসাইকেল যার নং যশোর ল-১৩-৬৬২৭ লক তালাসহ সব ধরনের তালা দিয়ে ঘরে যায়। খাওয়া শেষ করে ঘরের বাইরে এসে দেখি মটরসাইকেল নেই। সঙ্গে সঙ্গে সম্ভব্য সকল জায়গায় কথা বলেছি এমনকি স্থানীয় থানাকেও বিষয়টি মৌখিক ভাবে জানানো হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত চুরি হওয়া মটরসাইকেলের কোন সন্ধান পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here