ঢাকায় স্ত্রী সন্তান হত্যায় বেনাপোলে যুবক আটক

0
289

স্টাফ রিপোর্টার : ঢাকার যাত্রাবাড়ির চাঞ্চল্যকর স্ত্রী ও সন্তান হত্যা মামলার আসামি ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ বেনাপোল থেকে আটক করেছে। আটক অহিদুল ইসলাম উত্তর যাত্রাবাড়ির শামসুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে মীরহাজিরবাগের ১৯২ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে মো. অহিদুল ইসলামের স্ত্রী রুমা আক্তার (২৭) ও দেড় বছরের সন্তান রাশিদের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় অহিদুল ইসলাম পালিয়ে যায়। হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করা হতে পারে বলে যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। ওই বাড়িতে দুই বছর ধরে ভাড়া থাকতো এবং তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো বলে স্থানীয় দাবি করে। এ ঘটনায় থানায় মামলা হয়। বেনাপোল পোর্ট থানার পুলিশ হোটেল রুমে লুকিয়ে থাকা অবস্থায় শনিবার বিকালে (৪ সেপ্টেম্বর) মো. অহিদুল ইসলামকে আটক করে। সে গুরুত্বর অসুস্থ থাকায় প্রথমে তাকে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা চলছে বলে পুলিশ জানিয়েছেন। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হবে বলে পোর্ট থানার ওসি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here