বেসরকারি শিা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের খুলনা বিভাগীয় সম্মেলন সম্পন্ন

0
268

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বেসরকারি শিা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের খুলনা বিভাগীয় আঞ্চলিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকালা দুপুরে যশোর সদরের হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক রফিকুল ইসলাম তালুকদার মন্টু। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা সহ-সভাপতি ছালাম ব্যাপারী, গোপালগঞ্জের সেক্রেটারি লুৎফুর রহমান, ফরিদপুর উত্তরের সভাপতি করিম হোসেন, কুয়াকাটা জেলা সভাপতি সহিদ আলম, বরিশালের সেক্রেটারি হাবিবুর রহমান, সদরপুর উত্তর সভাপতি হাফিজুর রহমান ও রাজশাহী সভাপতি মোজাফফর আহমেদ। বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবি গুলোর মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন ১১তম গ্রেড প্রদান করা, শিার্থীদের সংখ্যা অনুযায়ি ৩য় শ্রেণীর কর্মকর্তার পদ বৃদ্ধিকরণ, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা, পূর্বঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ি চাকরি বিধিমালা ২০১২ দ্রুত বাস্তবায়ন করা। শিাগত যোগ্যতার ভিত্তিতে বিভাগীয় শিকসহ অন্যান্য পদে পদোন্নতি করা। এমপিও ভূক্ত শিা প্রতিষ্ঠান জাতীয় করণ করার দাবি জানান বক্তারা। এ সব দাবি প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছালে তিনি গুরুত্ব দেবেন বলেও আশা করেন বক্তারা। এছাড়া খুলনা বিভাগীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার সাধারণ সম্পাদক সাজ্জাদুল খান দিপু, খুলনার মমিনুর রহমান, মেহেরপুরের মোহাম্মদ আলিম শেখ, ঝিনাইদহের রাজু আহমেদ, যশোরের সেলিম খান ও মোহাম্মদ নুর ইসলাম, নড়াইলের নার্গিস নাহার। সংগঠনের যশোর জেলার আটটি উপজেলার নেতৃবৃন্দও সম্মেলনে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here