যশোরে আইনজীবীর চেম্বারে সস্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ

0
263

স্টাফ রিপোর্টার : যশোরে বিজ্ঞ আইনজীবীর চেম্বারে সস্ত্রাসী হামলা, মারপিট ও ভাংচুরের প্রতিবাদে কিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ মিছিল সমাবেশ করা হয়। জেলা আইনজীবীর সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলামের সভাপতিত্বে যশোর ১নং উকিলবার মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে জেলা ও দায়রা জজ আদালতে এসে শেষ হয়। মিছিল শেষ সংপ্তি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তরা বলেন, আইনজীবীদের চেম্বারে হামলাকারী স্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আগামী ২৪ঘন্টার মধ্যে সস্ত্রাসীদের গ্রেফতার করতে না পারলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়। সস্ত্রাসীদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা সস্ত্রাসীদের পে কোন আইনজীবী লড়তে পারবে না। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, এ্যাডভোকেট শাহানুর আলম শাহীন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট এম ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক, এ্যাড. এম এ গফুর প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here