যশোরে কোরােনায় মূত্যু ১ আক্রান্ত ৩৫

0
355

স্টাফ রিপোর্টার : যশোরে একদিনে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের। যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি এ তথ্য জানিয়েছেন। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত এক করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪৬৭ জনের মৃত্যু হলো। এই সময়ে ২৮০ জনের নমুনার ফল আসে। এতে ৩৫ জনের শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১২.৫ শতাংশ। শনাক্তদের মধ্যে যশোর সদরে ২৫, ঝিকরগাছায় ৫, অভয়নগরে ৩, কেশবপুরে ও শার্শায় একজন রয়েছেন। এনিয়ে জেলায় মোট ২১ হাজার ২৪৯ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে ১৯ হাজার ৯৭৫ জন সুস্থ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here