চুকনগরে ঘুষ না পেয়ে বৃদ্ধের গালে ধাপ্পড় মারা এএসআই কোজ

0
312

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ মহাসড়কে চাঁদা আদায়কালে ৫শ টাকা না পেয়ে পিতার বয়সী বৃদ্ধকে গালে ধাপ্পড় মারার ঘটনার সত্যতা প্রমানিত হয়েছে। এঘটনায় জড়িত ডুমুরিয়ার খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে পুলিশের এএসআই মোঃ সেলিমকে অবশেষে ফরিদপুরে কোজ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে হাইওয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল)আলী আহম্মেদ হাশমী বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ গত ৭সেপ্টেম্বর বিকেলে খুলনা সাতীরা মহাসড়কের মালতিয়া মোড় নামক স্থানে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই আব্দুস সেলিমের মহাসড়কে ব্যাপক চাঁদাবাজির অংশ হিসেবে ৫শ টাকা চাঁদা না পেয়ে পিতার বয়সী ৬০বছরের সাতীরা জেলার ইটাগাছা গ্রামের তমেজ উদ্দীন সরদারের পুত্র মোঃ সেলিম সরদারকে গালে থাপ্পড় মারে। এঘটনাকে কেন্দ্র করে গত ৮সেপ্টেম্বর জাতীয় ও আঞ্চলিক একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এসংবাদে ঐদিন দুপুর ১২টার দিকে হাইওয়ে এএসপি আলী আহম্মেদ হাশমী সরজমিনে তদন্তে এসে ঘটনার সত্যতা নিশ্চিত হন এবং উদ্ধোর্তন কর্মকর্তাদের আলোচনার পর এএসআই সেলিমকে ফরিদপুরে কোজ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here