জেলা প্রশাসন যশোর এর উদ্যোগে করোনায় তিগ্রস্থ পরিবারে খাদ্যসহায়তা

0
303

গতকাল দিনব্যাপী হাটখোলা রোড বঞ্চিতা অফিস, বেজপাড়া আদিবাসী পল্লী,চাঁচ্ড়া আশ্রয়ণ প্রকল্প এবং মনিহার সিনেমা হলে মোট ৩৫৬ পরিবারে এই সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে এই সহায়তা প্রদান করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাজেদ রহমান, প্রণব দাস, শাহজাহান নান্নু শেখ সাধারণ সম্পাদক বঞ্চিতা যশোর এবং রোকসানা খাতুন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here