মহেশপুর সীমান্তে দালালসহ ১১জন আটক

0
338

মহেশপুর অফিস ঃ শুক্রবার দিবাগত রাতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় মাটিলা ও খোসালপুর সীমান্তে দালালসহ ১১জন ৫৮ বিজিবি’র হাতে আটক। বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ,৫৮ বিজিবি’র অধিনস্ত মাটিলা বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে মাটিলা গ্রামের মাঠপাড়া থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন,নড়াইল জেলার কালিয়া থানার জামরিলডাঙ্গা গ্রামের কিসমত মোল্লার ছেলে রাজু মোল্লা(৩০), রাজু মোল্লার স্ত্রী ফাতেমা মোল্লা(২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা মোল্লা(৩৫) এবং শিশু কন্যা আছিয়া মোল্লা(৮)। এদিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় খোসালপুর বিওপির টহল দল নেপা বাজার ৬জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ১জন শিশু,৩জন নারী ও ২জন পুরুষ রয়েছে। এছাড়া পারাপারে সহায়তাকারী দালাল বালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন(৩০) কে আটক করে। বিজিবি জানায়, এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আটকৃতদের মধ্যে ৪জনকে মহেশপুর মহিলা কলেজে ১৪ দিনের বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং অন্যদেরকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here