কালীগঞ্জে পাটখড়ির কদর বেড়েছে

0
281

মাহাবুবুর রহমান , কালীগঞ্জ ( ঝিনাইদহ ) থেকে ॥ এক সময় পাটখড়ি অবহেলার পণ্য হলেও বৈজ্ঞানিক প্রযুক্তির ভিত্তিতে বহু েেত্র পাটখড়ি ব্যবহার বেড়েছে। সবচেয়ে বেশি ব্যবহার হয় জ্বালানি, পানের বরজ,সবজি ক্ষেত, ঘরের ছাউনিসহ নানা কাজে ব্যবহার হয়ে থাকে। কালীগঞ্জ উপজেলায় কৃষকেরা পাট বিক্রি করে যতটা লাভবান হচ্ছেন তার সাথে পাটখড়ি ও বিক্রি করে মোটা অংকের টাকা ঘরে আসছে। বেশির ভাগ বাড়িতে জ্বালানি হিসেবে ও নাম ডাক রয়েছে পাটখড়ির। কিছু মানুষ পাটখড়ির ব্যবসা শুরু করেছে। তারা গ্রাম থেকে পাটখড়ি ক্রয় করে শহরে বিক্রি করে জীবীকা নির্বাহ করছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সারি সারি পাটখড়ির আঁটি রোদে শুকাতে দিয়েছেন কৃষকেরা। ভালমত শুকিয়ে গেলে কৃষকদের বাড়ি থেকেই কিনে নিয়ে যায় ব্যবসায়িরা। গ্রাম এলাকায় ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে পাটখড়ি কৃষকদের কাছ থেকে কিনে ভ্যানে করে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। এতে বাড়তি আয় করছেন অনেকেই। বাড়িঘরে, সবজি েেতর বেড়া, মাচা, পান বরজ ইত্যাদি কাজে পাটখড়ির ব্যবহার করে থাকে। অন্যদিকে পাটখড়ি পুড়িয়ে তার ছাই ব্যবহার হচ্ছে ফসলের েেত। কৃষকরা বলছেন এক বিঘা জমির পাটখড়ি সুন্দর ভাবে শুকিয়ে পরিস্কার করে বিক্রি করতে পারলে তা থেকে ৬ থেকে ৮ হাজার টাকা বিক্রি করা যায়। পাটখড়ি আগে শুধু জ্বালানি হিসেবে ব্যবহার হলেও বর্তমানে নানামুখী কাজে ব্যবহারের ফলে কৃষকেরা বাড়তি লাভবান হচ্ছেন। কালীগঞ্জ উপজেলা চলতি বছরে পাট চাষের ল্যমাত্রা ছিলো ১ হাজার ৭’শ ৫০ হেক্টোর। চাষ হয়েছে ১ হাজার ৮’শ ১৯ হেক্টোর জমিতে। অর্থাৎ ল্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে। এগুলোর মধ্যে শতকরা ৯০ ভাগই জে আরও ৫২৪ জাতের। যা ফলনও হয়েছে দেখার মত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here