সাতীরায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

0
261

সাতীরা প্রতিনিধি ঃ সাতীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তারা মারা যান। মৃত ওই নারী হলেন কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের জরিনা বেগম (৬৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৬৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন
সাতীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত করোনা সংক্রমণের হার কমাতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here