কালীগঞ্জে মোবাইল ফোন মেমোরি কার্ড ডাউন লোডিংয়ের জমজমাট ব্যবসা

0
267

কালীগঞ্জ ( ঝিনাইদহ ) প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোবাইল ফোন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শ্রেনী , পেশার মানুষের নিকট মোবাইল ফোন বর্তমানে জীবন সঙ্গীতে পরিনত হয়েছে। চাকুরী জীবি থেকে শুরু করে ভ্যান- রিকসা চালক, কৃষক , দিন মুজুর , জেলে , তাঁতী, কামার, কুমার সহ সকল পেশার মানুষ ও স্কুল, মাদ্রাসা, কলেজ গামী ছাত্র – ছাত্রীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহার দিন দিন ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন ও অভিভাবকদের উদাসীনতার কারনে মোবাইল ফোন, মেমোরি কার্ড ডাউন লোডিং সিস্টেমের মাধ্যমে ছাত্র ছাত্রী , কিশোর – কিশোরীদের হাতে পৌঁছে যাচ্ছে অশ্লীল ভিডিও চিত্র। ফলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। বাজারে বাজারে চলছে মেমোরি কার্ড ডাউন লোডিংয়ের জমজমাট ব্যবসা। কালীগঞ্জ পৌর সভা সহ ১১ টি ইউনিয়নের প্রতিটি বাজারে চলছে মেমোরি কার্ড ডাউন লোডিংয়ের জমজমাট ব্যবসা। ফলে কালীগঞ্জ শহর সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে গড়ে উঠেছে অসংখ্য কম্পিউটারের দোকান। এ সব দোকানের এক শ্রেনীর মুনাফা লোভী ব্যবসায়ীরা টাকার বিনিময়ে মোবাইল ফোন ব্যবহারকারী স্কুল , কলেজ ও মাদ্রাসা গামী কিশোর কিশোরীদের হাতে পৌছিয়ে দিচ্ছে অশ্লীল ভিডিও চিত্র। এ কারনে এলাকার উঠতি বয়সের যূব সমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এমনও ছেলে – মেয়ে আছে তাদের লেখা – পড়া করাতে হলে অভিভাবকদের মোবাইল ফোন কিনে দিতে হচ্ছে। মোবাইল ফোন কিনে না দিলে পড়া লেখা বন্ধ সহ আত্বহত্যার হুমকীতে অনেক অভিভাবক বাধ্য হয়ে তাদের সন্তানদের হাতে হাতে মোবাইল ফোন কিনে দিতে বাধ্য হচ্ছে। এ সকল কম্পিউটারের দোকান গুলোতে অশ্লীল ছবি লোড করার জন্য ভীড় জমাচ্ছে উঠতি বয়সের ছেলে মেয়েরা। এ সকল অশ্লীল ভিডিও চিত্রের ফলে একদিকে উঠতি বয়সের যুব সমাজ দিনদিন ধ্বংস হচ্ছে। অপর দিকে বৃদ্ধি পাচ্ছে ইভটিজিংয়ের মত মারাত্বক সামাজিক ব্যাধি মেমোরি কার্ড ডাউন লোড করতে কোন কম্পিউটার দোকানে গেলে কিছু অসাধু কম্পিউটার ব্যবসায়ীরা ঐ মেমোরিতে থাকা নিজস্ব মাল্টি মিডিয়া ফাইল গুলো গোপনে কপি করে কম্পিউটারে রাখা হয় এবং সে গুলো ছড়িয়ে দেয়া হয় অন্যান্ন মোবাইলে। এমন কিছু যুবক আছে তারা মেয়েদের প্রতারনার ফাঁদে ফেলে তাদের নগ্ন ছবি মোবাইলে ধারন করে কম্পিউটারের মাধ্যমে পর্ন ছবি বানিয়ে সিডির মাধ্যমে বাজারে ছড়াচ্ছে। এ কারনে স্কুল, কলেজ ও মাদরাসায় পড়ুয়া ছাত্র ছাত্রীদের অভিভাবকরা এ পর্ন চবি চক্রদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক মাস্তর দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here