চৌগাছা বাস-মিনিবাস মালিক সমিতি জসিম-হাফিজুর প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

0
357

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় বাস ও মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ সকল পদেই নেতৃবৃন্দ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি জসিম উদ্দীন ও হাফিজুর রহমান সাধারণ সম্পাদক হয়েছেন। অন্য ১১টি পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি জাফর উল্লাহ, কামাল আহমেদ, যুগ্ন সম্পাদক মোঃ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফ ্আলী আশা, দপ্তর সম্পাদক মইন উদ্দিন বিশ্বাস, সড়ক সম্পাদক ইসরাইল সরদার, মধু বিশ্বাস, সাধারণ সদস্য শাইদুল ইসলাম, ফরিদুজ্জামান, আমজাদ আলী। বৃহস্পতিবার বিকালে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম কমিটি ঘোষণা করেন। গত ০৯ সেপ্টেম্বর বাস ও মিনিবাস মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে নির্বাচনী তফশীল ঘোষণা করেন। ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়। ১২ সেপ্টেম্বর মনোনয় ক্রয় করেন আওয়ামী সমর্থিত জসিম উদ্দিন-হাফিজুর প্যানেল। নির্ধারিত সময়ে অন্য কোন প্যানেল বা ব্যক্তি মনোনয়ন ক্রয় না করায় নির্বচন পরিচালনা কমিটি এদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here