যশোরে “হাসি-মুখের” এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

0
318

আবিদ হাসান : গতকাল বৃহস্পতিবার যশোর পৌরপার্কে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত করে যশোরের জনপ্রিয় সামাজিক সংগঠন “হাসি-মুখ”। “হাসি-মুখ” আর্ত মানবতার সেবায় উন্মোচিত এক নতুন দিগন্ত ,এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। গতকাল সকাল ৯.০০ টা থেকে বিকাল ৬.০০ টা পর্যন্ত ক্যাম্পেইনে তারা প্রায় সাড়ে তিন শতধিক নানা পেশার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কওে গতকাল রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির সময় উপস্থিত ছিলেন “হাসি-মুখ” এর সভাপতি ফারহান কাশেম অয়ন,সহ-সভাপতি আহনাফ শাকিল,সাধারন সম্পাদক মুরসালিন হাবিব, দপ্তর সম্পাদক মেজবাউর রহমান, সহ-দপ্তর সম্পাদক আছিয়া খাতুন জেমিম,সহ-সাংগাঠনিক সম্পাদক ইয়ান্তি অতিথী, অর্থ সম্পাদক সুমন আহমেদ সজীব, রক্ত বিষয়ক সম্পাদক আব্দুস সালাম লিওন , সহ-প্রচার সম্পাদক আল আমিন বিশ্বাস , প্লানিং ও ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক তিথি ঘোষ , শিা বিষয়ক সম্পাদক মুহাইমিনুল ইসলাম , মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রীতিলতা ঘোষ , নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিয়া আক্তার , ক্রীড়া বিষয়ক সম্পাদক সিলভীয়া রেজা , নির্বাহী সদস্য রাবেয়া খাতুন লিনতা ,সামসুল আমিন মেরাজ , উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ জহির রায়হান , এছাড়াও সদস্য শারিকা মোকররমা , হাওয়া নুর , ফাতেমা মেহেজাবিন , ফাতিমা লুবা , ফাতিমা মিম , মোঃ ফুরকান আহমেদ , সাইদুর রহমান সহ ” হাসি-মুখ ” সংগঠনের আরো সদস্যবৃন্দ। ” হাসি-মুখ ” এর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইলে হাসি-মুখ এর সভাপতি ফারহান কাশেম অয়ন বলেন – ” রক্তের অভাবে একটি প্রাণ ও ঝরতে দেবনা এই ল্েয ব্লাড ডোনার সংগ্রহে আমরা ” হাসি-মুখ ” অবিচল। এছাড়া ও রক্তদানের গুরুত্ব সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা “। এছাড়া ও “হাসি-মুখ” বিভিন্ন ভাবে অসহায়, গরিব মানুষের পাশে দাড়ায়।যেমন : শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদে মাদ্রাসা ও এতিমখানায় ঈদ উপহার বিতরন,দেশের ক্রান্তিলগ্নে গরিব মানুষের মাঝে ত্রান বিতরন,গরিব সুবিধা বঞ্চিত শিার্থীদের মাঝে লেখাপড়ার উপকরন বিতরন। এছাড়া সমাজের বিভিন্ন স্তরে মানবকল্যাণমূলক এবং বিভিন্ন সচেতন মূলক কাজ করে যাচ্ছে হাসি-মুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here