দেবহাটায় ভূমিহীন জনপদে লাল রঙের ফিলাক উত্তোলন

0
321

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দখল কৃত খলিশাখালী ভূমিহীন জনপদ,খলিশাখালীর নাম এখন শেখ মুজিব নগর দিয়েছে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খলিশাখালী দখল করে নিয়েছে ভুমিহীন জনতা। ১১/০৯/২০২১ ইং-তারিখ খলিশাখালী দখল করে নিয়ে কুড়ি ঘর বেধে বসবাস করছে। দেখা গেছে জনতার মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে লাল রঙের ফিলাক উত্তোলন করা হয়েছে। কান্নায় ভেঙে পড়ে দখল কৃত ভূমিহীন সদস্যরা বলেন,আমরা খুবিই অসহায় হয়ে এই বৃষ্টি বাদলার মধ্যে দিয়ে অতিকষ্টে আমাদের সন্তানদের নিয়ে জীবন যাপন করছি।এরপরও আমাদের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মূল আচরণের কথা সোনা যায়। সকল ষড়যন্ত্র মূলক আচারনের থেকে রক্ষা পেতে সরকার কতৃপক্ষের কাছে দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here