নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের দৌড়ঝাঁপ, নীরব বিএনপি।

0
302

আবুবক্কর সিদ্দিক ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন শার্শার ১নং ডিহি ইয়নিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা।
কে পাবেন দলীয় মনোনয়ন, এ নিয়ে এলাকায় চলছে নানান জল্পনাকল্পনা।
আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ, উপ-নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি-র এই ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি ও তোড়জোড়ে আরও প্রাণ সঞ্চার হয়েছে। ফলে জাতীয় নির্বাচনের মতোই ইউপি নির্বাচনেও নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়তে আগ্রহী প্রার্থীদের তালিকা দিন দিন বড় হচ্ছে। ক্ষমতাশালী দলের নেতাদের মধ্যে রীতিমতো দলীয় মনোনয়ন নিয়ে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। মনোনয়ন বাগাতে বিভিন্ন নেতৃবৃন্দের কাছে তদবির শুরু করেছেন আগ্রহী নেতারা।
নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগযোগ মাধ্যমকে ব্যবহার করে এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের জানান দিচ্ছেন অনেক নেতা।
তবে এ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের মধ্যে কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না।
দলের প্রতি নিবেদিত ও ত্যাগী নেতারাই এবার মূল্যায়ন পাবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের একাধিক নেতা।
নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন, বর্তমান চেয়ারম্যান মোঃ হোসেন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, এ,কে,এম,ফজলুল হক বকুল, মোঃ নূর ইসলাম,
মোঃ সাইদুর রহমান,আব্দুল জলিল,মোঃ মুকুল জামান।
বর্তমান চেয়ারম্যান মোঃ হোসেন আলী,গত নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস মার্কা নিয়ে জয়লাভ করেন। ওই সময় দলের মনোনীত প্রার্থী ছিলেন এ,কে,এম,ফজলুল হক বকুল।
যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি জানান, আওয়ামী লীগ বৃহৎ একটি দল। তাই দলে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও বেশী। তবে জনসমর্থন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচার বিবেচনা করে কেন্দ্রে তালিকা পাঠানো হবে। কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষণা করা হবে। কেন্দ্র যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে তার হয়ে কাজ করবে স্থানীয় নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here