মির্জা মাহামুদ হোসেন রন্টু (নড়াইল) :: নড়াইলের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জীবন রক্ষাকারী ৪টি অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন ফ্লোমিটারসহ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শরীফ সাহাবুর রহমান চুরির ঘটনার প্রায় ১৫ দিন পর থানায় মামলা করেছেন। লোহাগড়া থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হল উপজেলার লক্ষীপাশা গ্রামের রাহিদ মোল্যার ছেলে পিকুল মোল্যা (২৬), মন্ডলবাগ গ্রামের নিশিকান্ত সাহার ছেলে নিত্যানন্দন সাহা (৩২), সত্রহাজারী গ্রামের সৈয়দ রাকিব আলীর ছেলে মতিউর রহমান (২৩) এবং যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া গ্রামের ইব্রাহীম বিশ্বাসের ছেলে সোহেল বিশ্বাস (২৫)।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো. রাজিব হোসেন বলেন, চুরির সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছি এবং এ ঘটনার সাথে জড়িত মূল হোতাকেও সনাক্ত করেছি। আমাদের অভিযান অব্যহত রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে ১২ আগষ্ট রাত্র গভীর রাতে নার্সদের ডিউটি রুম থেকে দুইটি অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন ফ্লোমিটারসহ যাহার অনুমানিক মুল্য ৪০ হাজার টাকা চুরি হয়েছে। ওই রাত্রে ডিউটিতে ছিলেন সিনিয়র স্টাফ নার্স শরমিলা বিশ্বাস এবং মিডওয়াইফ রিপা বিশ্বস। মামলায় উল্লেখ করা হয় ঘটনার রাতে কিছু সময়ের জন্য তারা দুই জনই ডিউটি রুমে তালা না দিয়েই রোগী দেখতে গিয়েছিলেন। কিন্তু ফিরে এসে রুমে থাকা অক্সিজেন ফ্লোমিটারসহ দুইটি অক্সিজেন সিলিন্ডার আর খুজে পাননি। তবে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ অবহিত হলেও পরদিন আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় নি।
ওই এজাহারে আরও উল্লেখ করা হয় ১২ আগষ্টে লোহাগড়া হাসপাতালে চুরির ঘটনার মাত্র ১২ দিন পর ২৪ আগষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের ওটি ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স ইলা রানী মজুমদার রুটিন পরীক্ষা করতে গিয়ে অপারেশন থিয়েটারে থাকা ৪০ হাজার টাকা মুল্যের আরও দুইট অক্সিজেন সিলিন্ডার এবং একটি জেনারেটর খুজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ২৬ আগষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান বাদি হয়ে লোহাগড়া থানায় অজ্ঞাত নামা আসামীদের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে কথা হয় মামলার বাদি ও হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমানের সাথে। তিনি বলেন আমি বিষয়টি জানার পরপরই উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেই মামলা করেছি। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করলেও চুরি হওয়া মালামাল আজও উদ্ধার করতে পারেনি।
Home
খুলনা বিভাগ লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার চুরি, আটক ৪ মুল হোতা সনাক্ত হয়েছে...















