বর্তমান সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে শতভাগ অঙ্গীকারাবদ্ধ- ডিসি তমিজুল ইসলাম খান

0
330

স্টাফ রিপোর্টার : যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে শতভাগ অঙ্গীকারাবদ্ধ। মানুষের খাদ্য, বস্ত্র ,শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করতে সরকার একের পর এক নানামুখি প্রকল্প ও পদক্ষেপ গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে দেশের মানুষ আজ উন্নয়নের উন্নত সোপানে অবস্থান করছে। সমাজ থেকে অনিয়ম, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস মিুল করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদককে না বলুন এই শ্লোগানে মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ। মাদকের ব্যাপারে সরকারের নির্দেশনা হচ্ছে জিরো টলারেন্স। ফলে এ ব্যাপারে সকলের সহযোগিতার কোন বিকল্প নেই। জাতির জনকের সোনার বাংলা গড়তে প্রয়োজন সোনার মানুষ। এই সোনার মানুষ গড়তে মাননীয় প্রধানমনস্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আজ নানামুখি উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আজ এই যশোওে শত শত মানুষের জটিল ও কঠিন রোগের চিকিৎসা সহায়তা বাবদ জেলা সমাজ সেবা অধিদপ্তর তার সাধ্যমতো অর্থায়ন করছে। তারই অংশ হিসেবে গত অর্থ বছরের শেষ কিস্তিতে আজ জেলার প্রায় ৭০ জন রোগীকে চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হচ্ছে। এটা সত্যিই আনন্দের। হয়তো অনেকের এই প্রদানকৃত অর্থের কয়েকগুন বেশি চিকিৎসা খরচ হয়েছে বা হচ্ছে। তার পরও আজকের এই সহায়তা কিছুটা হলেও তার কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আপনারা যারা আজকে এই নগদ অর্থ সহায়তা পাচ্ছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, জাতিরজনকের জন্য দোয়া করবেন। কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত প্রকল্প। শুরুতে এই প্রকল্পের অর্থ নয় ছয় হওয়ার বিষয়ে কোন কোন মহল থেকে প্রশ্ন ওঠায় বর্তমানে গ্রাহকের ব্যাংক হিসাবের অনুকুলে একাউন্ট পে চেকের মাধ্যমে তা সংশ্লিষ্টদেও হাতে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে টাকা নয় ছয় হওয়ার কোন সুযোগ নেই। আপনারা যারা আজকে চেক পাচ্ছেন তারা ভাগ্যবান তো বটেই। কারণ এখনো প্রায় ৭শ’ আবেদন জমা আছে আমাদেও কাছে। এরজন্য আরো অর্থ বরাদ্ধ চেয়ে সরকারের উচ্চ মহলে যোগাযোগ করেছি। বরাদ্ধ আসলে বাকিরা হয়তো পাবেন। কিন্তু আজ যারা পাচ্ছেন তাদের চিকিৎসার সহায়তা কিছুটা হলেও সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। গতকাল সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক এসব কথা বলেন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অসীত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রফিকুল হাসান ও সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, বকত্তৃতা করেন। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা আবু নাঈম মোঃ সোহরাব হোসেন, অফিস সহকারী অলিয়ার রহমান প্রমুখ উপস্থি ছিলেন।
ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,জš§গত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে যশোর সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লার ৩১ জনকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে আরো ৪০জনকে এই সহায়তার চেক প্রদান করা হয়। করোনা মহামারির কারনে এসব রোগীতে জেলা সদরে ডেকে না এনে তাদের স্ব স্ব উপজেলা সমাজ সেবা দপ্তর ও ইউএনও অফিসের মাধ্যমে চেক প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here