শ্যামনগরে রোটারী ক্লাব অব ঢাকা ও রোটারী ক্লাব অব সুন্দরবন যৌথ উদ্যোগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন

0
278

শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরার শ্যামনগরে : উপকূলীয় এলাকায় গাবুরায় রোটারী ক্লাব অব ঢাকা ও রোটারী ক্লাব অব সুন্দরবন যৌথ উদ্যোগে গ্রান্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করা হয়েছে। ২৪( সেপ্টেম্বর) শুক্রবার বেলা ১১টায় গাবুরা ইউপি চেয়ারম্যান জি,এম মাসুদুল আলমের সভাপতিত্বে চাঁদনীমূখায় প্লান্টি উদ্বোধণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন-রোটারী ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট আবু নাওয়াজ ভুঁইয়া, ভাইস প্রেসিডেন্ট শেখ নাহার মাহমুদ, পিপি রোটা: খালিকুজ্জামান, পিপি রোটা: রফিকুল ইসলাম রাওলী, পিপি রোটা: নিয়াজ আব্দুর রহমান, রোটাঃ প্রকৌশলী আক্তারুজ্জামান, রোটা: মামুন আকবর, রোটা: আতিকুল ইসলাম, রোটা: গুলরু হাসান, রোটা: ইয়াসমিন আক্তার, রোটারী ক্লাব অব কাওরান বাজার রোটা: লিংকন, রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা পিপি রোটা: আসাদুর জামান আসাদ,রোটারী ক্লাব অব সুন্দরবনের প্রেসিডেন্ট গাজী শরিফুল আলম মুকুল, পিপি রোটাঃ প্রকৌশলী গাজী আজমুল গফুর মুকুল, সেক্রেটারি কামরুল করিম,রোটাঃ সতীন সাহা প্রমূখ। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে প্লান্টটি স্থাপনে যাবতীয় সরঞ্জামাদি প্রদান করায় প্রতি ঘন্টায় ১ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরন করা যাবে।উপকূলবাসী লবণাক্ত পানি বেষ্টিত ব-দ্বীপ গাবুরার লোকজন সুপেয় ও বিশুদ্ধ পানির চরম অভাব বিরাজ করছে। ফলে পানি বাহিত রোগ থেকে পরিত্রান ও সুপেয় বিশুদ্ধ পানি পান করার সুযোগ সৃষ্টিতে প্লান্টটি স্থাপন হওয়ায় সুফল ভোগীরা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here