পারুলিয়ায় এল জি এস পি-৩ র রাস্তা নির্মান কাজ উদ্বোধন।

0
303

আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দেবহাটা পারুলিয়া ইউনিয়নে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি-৩ আওতায় দক্ষীন পারুলিয়া হাকিম মোড়লের বাড়ী হতে পূর্বগামী মানার ঘের অভিমুখে রাস্তা সোলিংকরণের কাজ উদ্বোধন করা হয়।
২৫ সেপ্টম্ববর শনিবার বেলা ৯ টায় সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা পারুলিয়া ইউনিয়নে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি-৩ এর আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে ২য় কিস্তির মৌলিক থোক (বিবিজি)র বরাদ্ধকৃত অর্থদ্বারা দক্ষীন পারুলিয়া হাকিম মোড়লের বাড়ী হতে পূর্বগামী মানার ঘের অভিমুখে রাস্তা সোলিংকরণের কাজ উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, পারুলিয়া বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোকরম শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অসীম কুমার ঘোষ, দফাদার নুরুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here