কালিয়ায় ওয়ান সূটারগান উদ্ধার, আটক ৫

0
302

কালিয়া, নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ওয়ান শূটারগান সহ ৫জনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোররাতে তাদের অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতরা হলেন কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আঃ রাজ্জাক বিশ্বাসের ছেলে ও অস্ত্রর মুল হোতা আমির বিশ্বাস, একই গ্রামের মৃত শাহিদ শেখের ছেলে রিয়াজ শেখ, মৃত ওসিয়ার শেখের ছেলে ইজাজুল শেখ, মৃত মিজানুর মোল্যার ছেলে রাজিব মোল্যা এবং জাহাঙ্গীর মিনার ছেলে মনির মিনা।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও অস্ত্র বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া ও ওসি তদন্ত আমানউল্লাহ আল বারী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দেশীয় তৈরী অস্ত্র নিয়ে চার থেকে পাঁচজন যুবক উপজেলার বিষ্ণুপুর গ্রামে অবস্থান করছে। সেই তথ্য মোতাবেক মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের আটক পূর্বক একটি দেশীয় তৈরী সূটারগান উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে কালিয়া থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here