পারুলিয়ায় প্রধানমন্ত্রী জন্মবার্ষিকী উপলক্ষে গণ টিকা প্রদান

0
282

আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মরণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিশ্ব যখন দিশেহারা হয়ে পড়েছে তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধৈর্যের সাথে কোভিড-১৯ করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আমদানি করে জনসাধারণের ভ্যাকসিন প্রদান করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ৮০ লক্ষ ভ্যাকসিন প্রদান করা হয়।
তারই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টা হতে দেবহাটা পারুলিয়া ইউনিয়ন পরিষদে গণশিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান। পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল লতিফ, দেবহাটা থানা সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, এস আই ও ইউনিয়ন বিট অফিসার আশিকুর রহমান আশিক, ইউপি সদস্য ফরহাদ হোসেন, সাহেব আলী, গোলাম ফারুক, সালাউদ্দিন শরাফী, সিরাজুল ইসলাম, ইয়ামিন মোড়ল, মোকরম শেখ, নুরবানু কাদেরী, হামিদা বেগম, ইউপি সচিব আব্দুল হাকিম, টিকা প্রদানের অংশগ্রহণ করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুল ইসলাম, হেলথ স্পেক্টর মঞ্জিলা খাতুন, হেলথ এসিস্ট্যান্ট সুপ্রিয়া, শিপ্রা, ফারহানা খাতুন, পরিবার কল্যাণ সহকারী রত্নামহি হালদার, শাহানা বানু, দফাদার নুরুল ইসলাম, গ্রামপুলিশ ইউনুস আলী, আব্দুল কাদের, আব্দুর রহমান, মনিরুল ইসলাম, জাহিরুল ইসলাম, শেখ আজমল হোসেন, আলামিন মোল্লা, মনোরঞ্জন মিস্ত্রি প্রমূখ। অনলাইনে রেজিস্ট্রেশন কৃত ১১৫৫ জন নারী পুরুষকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here