বেনাপোল থেকেএনামুলহকঃযশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল শিকড়ী বটতলার মোড়ে মানবপাচার প্রতিরোধে গ্রামবাসীদের সাথে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন।
জানা গেছে,৩০শে সেপ্টেম্বর রোজ প্হস্পতিবার বিকাল ৫টায় শিকড়ী বটতলার মোড়ে সীমান্তের বসবাসকারী গ্রামবাসীদের সাথে নিয়ে মানব পাচার প্রতিরোধে এক আলোচনা সভার আযোজন করেন বেনাপোল ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার ওহিদুরজামান। এই মানব পাচার প্রতিরোধের আলোচনা সভায় বিজিবি হাবিলদার ওহিদুরজামান বলেন,মানবপাচারে যে কোন সহায়তা করা থেকে বিরত থাকুন।কারন এটি আইনত দন্ডনীয় অপরাধ।এমনকি এই মানবপাচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড।যাহার ধারা ৭, মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-(২০১২)। তিনি আরো বলেন, মানব পাচারের উদ্দেশ্যে সিমান্তে নিয়ে আসা কোন ব্যক্তিকে আশ্রয় দিবেন না। প্রয়োজনে নিকটস্থ বিজিবি ক্যাম্পের যোগায়োগ করেন অথবা ন্যাশনাল ইমারজেন্সী সার্ভিস ৯৯৯ এ ফোন করে তথ্য দিন।















