স্টাফ রিপোর্টার : বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মেহেরপুর জেলা শাখার সৌজন্যে আজ ০১-১০-২১ ইং তারিখে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মাঠে “ভিপি নুর ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এই খেলায় অংশগ্রহণ করে মুজিবনগর ফুটবল একাদশ বনাম মিশনপাড়া ফুটবল একাদশ।
দুই দলের মাঝে তুমুল প্রতিযোগিতাপূর্ণ লড়াইয়ের মাধ্যমে খেলাটি শেষ পর্যন্ত ট্রাইবেকারে গড়ায়। খেলায় জয়লাভ করে মুজিবনগর একাদশ ৩-২ গোলের ব্যবধানে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় হাকিম, এবং সেরা গোলদাতা নির্বাচিত হয় শিলন। উক্ত খেলায় উপস্থিত ছিলেন আরিফ খাঁন, জেলা প্রতিনিধি (ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসি ও পেশাজীবি অধিকার পরিষদ, মেহেরপুর জেলা শাখা), যুব অধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক তরিকুল ইসলাম এবং সদস্য সচিব পিন্টু খান। এছাড়াও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ছাত্র ও যুব অধিকার পরিষদ এর সদস্য আরিফ রেজা, আবুসাঈদ,আনোয়ার হোসেন, তুফান মোল্লা, এনামুল মল্লিক সহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।















