এম.মিজানুর রহমান (লিটন): যশোর সদরের বসুন্দিয়ার বানিয়ারগাতীর শিল্প এলাকায় অবস্থিত বিশুদ্ধ পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠান “ওশান ড্রিকিং ওয়াটার এন্ড বেভারেজ” এর কারখানা ও অফিস কক্ষের তালা ভেঙ্গে গতকাল শুক্রবার গভীর রাতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে।
যশোরের শিল্প এলাকা বসুন্দিয়া’র বিশুদ্ধ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে গতরাত সাড়ে ১১টার সময় স্থানীয় দুইজন যুবক পানি বহনকারী গাড়ির উপর দিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে। একে একে কারখানা, অফিস এবং ড্রেসিং রুমের তালা ভেঙ্গে অফিসের টেবিলের ড্রয়ার ও আলমারীর লক নষ্ট করে ক্যাশে থাকা এক লক্ষ বিশ হাজার তিনশত নগৎ টাকা নিয়ে যায় এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফাইল, কাগজপত্র বাইরে মেঝেতে ফেলে রেখে চলে যায়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মোজাফ্ফার রহমান বলেন ২জন যুবক দরজার লক নষ্ট করার বিভিন্ন আধুনিক হাতিয়ার সহ মুখ ঢেকে এই চুরি সংঘঠিত করে। আমরা প্রতিষ্ঠানে স্থাপিত সিসিটিভি ফুটেজ দেখে এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঐ দুইজন চোরের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। চুরির ঘটনায় অজ্ঞাতনামা দুজনকে আসামী করে গতকাল কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।














