মহেশপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরন

0
288

মহেশপুর(ঝিনাইদহ)অফিস : উপজেলার ১২টি ইউনিয়নে ৭১জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরন করেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন(এনডিসি)।
ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগী কমিশনার ইসমাইল হোসেন।
প্রধান অতিথি বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন খবরা-খবর রাখেন গ্রাম পুলিশের সদস্যরা। তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও থানায় বিভিন্ন তথ্য আসে। আজকে যারা এই বাইসাইকেলগুলো পেলেন তাদের দায়িত্বপালনে আরও সহায়ক হবে এবং তারা আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিম,অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুনন্নেছা,মহেশপুর প্রেসকাবের সাধারন সম্পাদক এসএম এনামুল হক দুলু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here