ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

0
267

স্টাফ রিপোর্টার : রবিবার (০৩ অক্টোবর ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপ-পরিচালক(উপ-সচিব) স্থানীয় সরকার হুসাইন শওকত বলেন, দেশে এখন পর্যন্ত ১০ হাজারের অধিক ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশের অন্য জেলার তুলনায় ডেঙ্গু আক্রান্তের হার যশোরে অনেক কম।

তবে এখনই এ বিষয়ে সর্তক থাকতে হবে বলে তিনি মনে করেন। সম্মিলিতভাবে সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে কাজ করতে হবে।

জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচিতে অংশ নেয় বিডি ক্লিন যশোরের শতাধিক স্বেচ্ছাসেবক। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন অতিথিবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

বিডি ক্লিন যশোরের জেলা সমন্বয়ক আল হেলাল মামুন বলেন, বিশেষ এই কর্মসূচিতে জেলার বিভিন্ন রাস্তাঘাট, বাসা-বাড়ির আশেপাশের বিভিন্ন স্থান পরিষ্কার করা হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপত্তি হয় জঙ্গল, জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসায়।

তাই এসব জায়গা পরিষ্কারে গুরুত্ব দিয়ে বিশেষ এই কর্মসূচিতে বিডি ক্লিন কাজ করছে। এছাড়াও জেলা জুড়ে বিডি ক্লিনের সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে যেমন ব্যক্তির রুচিবোধ সম্পর্কে ধারণা করা যায়, তেমনি সুস্বাস্থ্যের দিক থেকেও এটি অত্যন্ত প্রয়োজনীয়।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, বিডি ক্লিন যশোরের উপজেলা সমন্বয়ক রাকিবুল ইসলাম, আরিফ ফয়সাল, রকিবুল ইসলাম,আরেফিন আজাদ,মিলন হোসেন,
আঃরহিম,সাবির হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here