ডুমুরিয়ায় স্বর্ণের দোকানে ৩০ লক্ষ টাকার দূর্ধর্ষ চুরি

0
366

ভ্রাম্যমান,প্রতিনিধি চুকনগর : ডুমুরিয়া বাজারে মনোয়ারা সুপার মার্কেটে উর্মি জুয়েলার্স নামের এক স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি হয়েছে।এতে নগদার্থ,স্বর্ণ,রুপা সবমিলে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে ওই ব্যবসায়ী।রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনায় খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুভাষ মন্ডল জানান,ঘটনার রাতে প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীক কাজ শেষে রাতে সাজিয়াড়া গ্রামস্থ বাড়িতে গিয়ে ঘুমান।সকালে দোকানে এসে দেখি কে বা কাহারা রাতের আঁধারে দোকানের সকল তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিন্দুকে থাকা নগদ সাড়ে ৪ লক্ষ,প্রায় ৩৮ ভরি স্বর্ণ ও রুপাসহ ৩০ লক্ষাধিক টাকার চুরি হয়। এ ঘটনায় আইনী আশ্রয় গ্রহন করা হবে।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় ইউপি নির্বাচনে মনোনয়ন সংগ্রহে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী ঃ ঢাকা মুখি নৌকা প্রত্যাশীরা
গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর
ডুমুরিয়ায় আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে গোটা উপজেলা।এরমধ্যে মনোনয়নপত্র সংগ্রহে ব্যস্ত সময় পার করছে স্বতন্ত্র চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা এবং রাজধানী ঢাকা অভিমূখী নৌকা প্রত্যাশী। কদর বেড়েছে ভোটারদের,আলোচনায় মুখরিত হয়ে উঠেছে হাট-বাজার ও চায়ের দোকান। নির্বাচন সম্পন্ন করতে নিযুক্ত করা হয়েছে ৬জন রিটার্নিং অফিসার।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,ডুমুরিয়া উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে ১৪টি ইউনিয়নে ২লক্ষ ৫৫হাজার ৮৯৮ জন ভোটার। গত ২০১৬ সালের ২২মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোটার ছিল ২লক্ষ ৩৩হাজার ৪৪৩ জন। অর্থ্যাৎ এবারের নির্বাচনে ২২ হাজার ৩৫৫ জন নতুন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে কথা হয় উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস’র সাথে। তিনি জানান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ। এজন্য প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে। ইতোমধ্যে আমি সহ ৬জন রিটার্রিং অফিসার নিযুক্ত হয়েছে। নিযুক্ত অফিসারের মধ্যে আমি নিজে ডুমুরিয়া সদর,গুটুদিয়া ও ভান্ডারপাড়া। কৃষি অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন শোভনা,সাহস ও শরাফপুর। সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান আটলিয়া ও মাগুরাঘোনা। মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ রুদাঘরা ও ধামালিয়া। সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক খর্ণিয়া ও মাগুরখালী এবং সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস রঘুনাথপুর ও রংপুর ইউনিয়নে রিটার্রিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন,ঘোষিত তফশিলে আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থাকলেও এরমধ্যে অনেক প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছে।নএদিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে ইউনিয়ন পর্যায়ে নৌকা প্রতীক প্রত্যাশী প্রার্থীদের নামের তালিকা সংগ্রহ কার্যক্রম প্রায় শেষের পথে।এরমধ্যে অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা অভিমুখে আবার অনেকেই ঢাকায় অবস্থান করছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা নির্বাচন করতে ইচ্ছুক তারা মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছে।
উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে ও একাধিক লোকের সাথে কথা বলে জানা যায়,এখন হাট-বাজার,দোকান-পাট ও বিশেষ করে চায়ের দোকান জমে উঠেছে নির্বাচনী আলোচনা। ভোটারদের বাড়ি বাড়ি প্রার্থীদের হানা দেয়ায় কদর বেড়েছে সাধারন ভোটারদের। এখন কে হবে ইউনিয়ন পরিষদের কান্ডারী এ হিসাব মিলাতে প্রার্থীর পাশাপাশি চুলচেরা বিশ্লেষনে ব্যস্ত সময় পার করছেন ভোটাররাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here