নড়াইল সদরের ১৩টি ইউনিয়নে আ’লীগের দলীয় মনোয়ন প্রত্যাশী ১১২জন।

0
412

মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোয়ন চেয়েছেন ১১২জন নেতাকর্মী। দলীয় মনোনয়ন চেয়ে ইতিমধ্যে দলীয় কার্যালয়ে অফিস হতে সরবরাহকৃত ফরম জমা দিয়েছেন।
এদের মধ্যে দুজন নারী রয়েছে। এসব ইউনিয়নের শাহাবাদ ইউনিয়নে সর্বোচ্চ ১৩জন এবং মূলিয়া ইউনিয়নে সর্বনিম্ন ৪জন মনোয়ন প্রত্যাশী রয়েছে।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েয়ছে মাইজপাড়া ইউনিয়নে ৯জন, হবখালী ইউনিয়নে ৭জন, চন্ডিবরপুর ইউনিয়নে ৫জন, আউড়িয়া ইউনিয়নে ১২জন, শাহাবাদ ইউনিয়নে ১৩জন, তুলারামপুর ইউনিয়নে ১১ জন, শেখহাটি ইউনিয়নে ৭জন, কলোড়া ইউনিয়নে ১১জন, সিঙ্গাশোলপুর ইউনিয়নে ৭জন, ভদ্রবিলা ইউনিয়নে ৮জন, বাশগ্রাম ইউনিয়নে ১১জন, বিছালী ইউনিয়নে ৭জন ও মুলিয়া ইউনিয়নে ৪জন।
জানাগেছে, নির্বাচন কমিশন কতৃক দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণার পর জেলা আওয়ামীলীগ দলীয় মনেয়ন প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেয়ার নিদের্শনা দেন। জীবন বৃত্তান্ত জমাদানের শেষ দিন গত ৩ অক্টোবর। দুপুর পর্যন্ত ১৩টি ইউনিয়ন থেকে ১১২জন মনোনয়ন প্রত্যাশী তাঁদেরর জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
এদের মধ্যে রয়েছেন ১নং মাইজপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: জিল্লুর রহমান, অমিত সাহা রাজা, জসিম মোল্লা, বিশ্বজিত ঘোষ, মো: মারফত হোসেন, মো: তোফায়েল আহম্মেদ যাদু, মো: কামাল উদ্দীন সিদ্দীকী, তবিবর রহমান খান ও সন্দীপ মজুমদার।
২নং হবখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যন রিয়াজুল ইসলাম চঞ্চল, মো: টিপু সুলতান, মো: বাদশা মোল্যা, মো: মনিরুল ইসলাম, মো: জাহাঙ্গীর আলম, মো: উজ্জল ও সুভাস সাহা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here