ভুমিহীনের বিপদের বড় রাত চলেগেছে এমনই অভিযোগ উঠেছে এলাকায়

0
323

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দখল কৃত খলিশাখালী ভূমিহীন জনপদে রাতে অচেনা ও লোক প্রবেশ করেছে সন্দেহ এলাকার হাজার হাজার ভূমিহীন একত্তির হয়েছিল এবং প্রবেশ কৃত ব্যাক্তিদের ঘেরওয়া করার অভিযোগ।তারা পুলিশ পরিচয় দেয় এবং কার্ড দেখিয়েছিল জানা যায় ।তখন এলাকার জনতারা পুলিশদের সু-সন্মানের সাথে যেতে দিয়েছিল। পুলিশ জনতাকে বলেছিল, তারা ওই এলাকায় মাদক সেবন কারীকে ধরতে আসছিল বলে এমনই জানান ভূমিহীন জনতা সাংবাদিক কে।জনতা এমনই জানান যে,আমাদের উপর বিভিন্ন সময় আক্রমণ করতে কাজী মরিয়া। এই কারণে আমাদের সকল ভূমিহীন জনতা সতর্ক ভাবে অবস্থান করছে। আরও জানান, পুলিশ না,হয়ে,আক্রমণ কারী প্রবেশ করলে আমাদের বড়বিপদ হত।বড়রাত চলে গেছে আমাদের। গত কয়দিন হয়েছে, ভূমিহীন জনপদে কয়েকজন ভূমিহীন সদস্যর বসত ঘরে আগুন লাগিয়ে ও ভাংচুর সহ-ক্ষতি করার পর থেকে সেখানে অবস্থান কৃত হাজার হাজার নারী ও পুরুষেরা কঠোরভাবে রয়েছে। পুর্বে ঘর জালানোর কোন ব্যাক্তি কি না এমনই সন্দেহ ধরা হয়েছিল এরপর তাদের কে সম্মান হানি করা হয়নি।এরপর আমাদের উপর বিভিন্ন মিথ্যাচারের মধ্যে দিয়ে ব্যাপক ভাবে হয়রানির চেষ্টা করছে চক্র বলে এমনই জানান সাংবাদিক কে।বর্তমানে এলাকার মানুষেরা সেখানে খুবিই গুরুত্বপূর্ণর সাথে রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here