যশোর : জাতীয় আইনজীবী ফেডারেশনের যশোর জেলা শাখার উদ্যোগে যশোর আইনজীবী সমিতির নবাগত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
যশোর আইনজীবী সমিতির দুই নম্বর মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারুন্যের প্রতীক অ্যাড শরীফ নুর মো. আলী রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. শাহানুর আলম শাহীন, স্পেশাল পিপি অ্যাড. সাজ্জাদ মুস্তাফা।
জাতীয় আইনজীবী ফেডারেশনের যশোর জেলা শাখার সভাপতি অ্যাড. মাহাবুব আলম বাচ্চুর সভাপতিত্বে অ্যাড. জিএম মুছার পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় আইনজীবী ফেডারেশন যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড.সিরাজুল ইসলাম লেন্টু, অ্যাড. আশরাফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে যশোর জেলা আইনজীবী সমিতিতে নবাগত আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়।















