পাইকগাছার শ্রীকন্ঠপুর দুটি বিদ্যালয়ের শহীদ মিনারটি ১০ মাসেও সংস্কার হয়নি

0
321

পাইকগাছা প্রতিনিধি।। পাইকগাছার শ্রীকন্ঠপুর নিম্ন মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি প্রায় এক বছরেও সংস্কার হয়নি।
উপজেলার শ্রীকন্ঠপর নিম্ন মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি গত ২০ জানুয়ারী কে বা কারা ভেঙ্গে ফলে। ২৪ জানুয়ারী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম মোড়ল এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে লিখিত অভিযোগ করেন। সে সময় নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বিষয়টি তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাক জয়নাল আবদীনকে দায়িত্ব দেন। তিনি ৩১ জানুয়ারী সরজমিন তদন্তপুর্বক প্রতিবেদন দিলেও আজও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। ২০১০ সালে শহীদ মিনারটি নির্মিত হয়। চলতি বছর প্রতীকি শহীদ মিনার বানিয় সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বলে প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি হারিচ হুসাইন জিয়া বলেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া রানী বলেন, শহীদ মিনারটি আমাদের না। ওটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম মোড়ল বলেন, এটা কে বা কারা ভেঙ্গেছে জানিনা। তবে সাথে সাথে কতৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আজও কোন কাজের অগ্রগতি হয়নি। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here