নিজস্ব প্রতিবেদক নড়াইল : জনতা ব্যাংক লিমিটেড এর সকল শাখা হতে “ স্বয়ংক্রিয় চালান” প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৩ অক্টোবর দুপুরে জনতা ব্যাংক লিমিটেড নড়াইল শাখার আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। নড়াইল চৌরাস্তা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদনি করে রুপগঞ্জ বাজারে যেয়ে শেষ হয়। এসময় ব্যাংকের প থেকে লিফলেট বিতরণ করা হয়।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, এজিএম বলদেব বিশ্বাস, নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, লোহাগড়া শাখার ব্যবস্থাপক কাজী শাহ আলমসহ জেলার বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম বলেন, এখন থেকে জনতা ব্যাংক লিমিটেড এর সকল শাখা হতে “ স্বয়ংক্রিয় চালান” প্রক্রিয়ার মাধ্যমে পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জ ও অন্যান্য সেবার ফি প্রদান করা যাবে।















