বাঘারপাড়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা

0
297

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খান ঃ তৃতীয় ধাপে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে মতাসীন আওয়ামী লীগ। গত শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। ৯টি ইউনিয়নের দলীয় প্রার্থীরা হলেন-১ নং জহুরপুরে ইউনিয়নে যুবলীগের সাবেক আহবায়ক আসাদুজ্জামান মিন্টু ,২নং বন্দবিলা ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য সনজিৎ কুমার, ৩ নং রায়পুরে ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৪ নং নারিকেলবাড়িয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু কুমার সাহা, ৫ নং ধলগ্রাম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি), ৬ নং দোহাকুলা ইউনিয়নে বার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ওয়াহিদুর রহমান (আবু মোতালেব) তরফদার , ৭ নং দরাজহাটে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জাকির হোসেন, ৮নং বাসুয়াড়িতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান সরদার ও ৯নং জামদিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আরিফুল ইসলাম তিব্বত। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here