যশোর শহরের বারান্দিপাড়ায় ভন্ড প্রতারক কবিরাজ আজাহার আলীর রমরমা অর্থ বাণিজ্য

0
859

স্টাফ রিপোর্টার: যশোর শহরের বারান্দিপাড়ার ভন্ড কবিরাজ আজাহার আলীর প্রতারনার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে এলাকাবাসীসহ দুর দুরান্ত থেকে আগত রোগীরা। লেখা পড়া না জানলেও তিনি এখন মস্ত বড় কবিরাজ। রীতিমতো রোগী দেখে প্রেসক্রিপশন দেন। করেন ঝাড় ফুক আর জীনের ভারন। তার কেরামতিতে অবাক এলাকাবাসী। বিষয়টি এলাকার সব লোক জানলেও অজ্ঞাত কারনে কেউ এই প্রতারনার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না ; শেষে আজাহার আলী ওই প্রতিবাদকারীর ঘাড়ে জীন লেলিয়ে না দেয় সেই ভয়ে সবাই টটস্থ।
ভন্ড কবিরাজ আজাহার আলী অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এলাকাবাসী ও স্থানীয় সূত্রমতে , যশোর শহরের বারান্দীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভূয়া,ভন্ড কবিরাজ আজাহার বিশ্বাসের আস্তানা। প্রতি দিন সকাল থেকে রাত পর্যন্ত এই আস্তানায় বসে কবিরাজ সেজে রোগী দেখছেন। রোগীদের রোগের ধরন বুঝে তার কাছে আসা বারান্দিপাড়াসহ বিভিন্ন এলাকার মানুষকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন তাবিজ-কবজ,ঝাড় ফুক, তেল পড়াসহ নানা রোগের সু- চিকিৎসার নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ। এলাকাবাসী জানায় কথিত কবিরাজ আজাহার আলী বিশ্বাস দীর্ঘদিন যাবত এলাকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক বারান্দিপাড়ার অনেকেই অভিযোগ করেন, কথিত কবিরাজ আজাহার বিশ্বাস ঝাড়ফুঁক দিয়ে ও বিভিন্ন ব্যবস্থাপত্রের কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে নিরীহ মানুষকে ঠকাচ্ছে। তাদের সাথে করছে প্রতারনা। তার দেওয়া ব্যবস্থাপত্রে ও তদবিরে কোন কাজ হয়না বলে এলাকার অনেকেই অভিযোগ করেন। সম্প্রতি এক মহিলা তার স্বামীর সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। তখন তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। স্বামীকে তার কাছে ফিরে আনার বশীকরণ করার জন্য ঐ মহিলা ভন্ড কবিরাজ আজাহার বিশ্বাসের কাছে যায় । সব শুনে কবিরাজ আজাহার আলী তার কাছে নগদ ৫০০ টাকা হাদিয়া দাবি করে। পরবর্তীতে ঐ মহিলা ৫০০টাকা হাদিয়া দিলে ভন্ড কবিরাজ আজাহার একটি কাগজে ভুলভাল আরবীর হরফে কি যেন লিখে ওই মহিলাকে একটা মাদুলী দেয়। কিন্তু সেগুলো ব্যবহার করার পরেও মহিলার স্বামী তার কাছে ফিরে আসেনী। শুধু তাই নয় একই সঙ্গে ভন্ড কবিরাজ আজাহারের কাছ থেকে তদবির গ্রহণ করেন ঐ এলাকার আল -আমিন,শরিফুল ইসলামসহ আরও অনেকেই। তারাও কথিত ভন্ড কবিরাজ আজাহারের বিষয়ে বলেন, তিনি কোন মুফতি,মাওলানা,হাফেজ পাশ নন। অথচ তিনি প্রতিদিন সকাল , বিকাল ও সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত নিয়মিত বিভিন্ন রোগ- ব্যাধি জ্বীন-পরীর কথা বলে এবং তার বিভিন্ন মনগড়া বানোয়াট মিথ্যা কথা বলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এলাকায় বসবাসরত বিভিন্ন সাধারণ মানুষ তার মুখের কথাই বিশ্বাস করে অনেকেই প্রতারণার শিকার হতে থাকে। কথিত ভন্ড কবিরাজ আজাহার আলী বিশ্বাস বারান্দিপাড়া জামে মসজিদে তার পৈতিক পুরুষের দানকৃত জমি তিনি নিজের বলে দাবি করে থাকে। এবং পর পর ২বার সে বারান্দিপাড়া বিশ্বাস পাড়া মসজিদের বিভিন্ন সন্ত্রাসীদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইসলাম ও শরিয়ত বিরোধী কার্যক্রমের সাথে সরাসরি কথিত ভন্ড কবিরাজ আজাহার জড়িত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here