কালিয়ার ১২ টি ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি হলেন যারা

0
321

মোঃহাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ দেশে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নড়াইলের কালিয়ায় ১২টি ইউনিয়নে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় একাধিক সূত্র তাদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কালিয়া উপজেলার ১২টি ইউপির নির্বাচন ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলার ইউনিয়ন গুলোতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ১২২জন। দীর্ঘ জল্পনা কল্পনার পর গত শুক্রবার ( ২২ অক্টোবর) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষ ৩ নারী প্রার্থীসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে বলে দলীয় সূত্র গুলো জানিয়েছে। মনোনয়ন প্রাপ্ত তিন নারী হলেন, উপজেলার খাশিয়াল ইউনিয়নে মোসা.হালিমা বেগম, হামিদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পলি বেগম ও মাউলী ইউনিয়নে রোজী হক।
এছাড়া বাকি ইউনিয়ন গুলোতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন,কলাবাড়িয়া তালুকদার রাজিউল হাসান, বাঐসোনায় শাহ মো.ফোরকান মোল্লা, জয়নগর মুন্সি আনোয়ার হোসেন, পহরডাঙ্গা নির্মল কুমার মন্ডল, পুরুলিয়ায় এস এম হারুনার রশীদ, চাচুড়ীতে মো. সিরাজুল ইসলাম হিরক, সালামাবাদ এফ এম শামীম আহম্মেদ, ইলয়াছাবাদ মো. ফিরোজ মল্লিক ও বাবরা হাচলা ইউপিতে মো.তারা মিয়া সরদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here